আজকের টপিক হচ্ছে English summary লেখার সঠিক নিয়ম….
Summary বাংলা হচ্ছে _সংক্ষিপ্ত বা সারাংশ। Summary মানে হচ্ছে একটা Passage দেওয়া থাকবে ঐ Passage তাকে উদ্দেশ্য করে,সংক্ষিপ্ত করে বর্ণনা দেওয়া। Summary তে আমাদের কত নাম্বার দেওয়া হয়? ১০ নাম্বার দেওয়া হয় ঠিক না, আচ্ছা। তাহলে বলা যায় একদম কম লিখে বেশি নাম্বার পাওয়ার উপায় হচ্ছে Summary।
Summary লিখার ক্ষেত্রে যদি আমরা কিছু নিয়ম মনে রাখি তাহলে সহজেই আমরা ১০ নাম্বার থেকে ৮/৯ পেতে পারি।
Summary লেখার ক্ষেত্রে যা মনে রাখতে হবে…
- ৫ টি বাক্যে লিখতে হবে।
- ১টি Paragraph আকারে লিখতে হবে।
- Passage এর ৩/১ ভাগ লিখতে হবে।
- Assertive sentence এ লিখতে হবে।
- উদাহরণ / প্রশ্ন হবে না ।
- নিজের ভাষায় শুরু করতে হবে।
Summary যেভাবে লিখবে 👇
The passage is mainly written about the famous / greatest / ( writer / poet / dramatist / novelist / scientist/ president / humanitarian) ব্যক্তির নাম. He/ she was born জন্ম মাস ও সালের নাম. এর পর Passage থেকে দুইটি গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে .We here learned a lot of things by reading this passage and should try to apply his/ her ideal in our practical life.
Note: Passage টি যে সম্পর্কে আসবে সেটি লিখতে হবে writer / poet / dramatist / novelist / scientist/ president / humanitarian সাধারণত এগুলোর বাইরে আসে না, এখান থেকে যেটি আসবে শুধু সেটা লিখবে। তিনি যদি পুরুষ হয় তাহলে He এবং his, নারী হলে তাহলে She এবং he।
আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে লিখবে। যদি কোথাও না বুঝে থাকো তাহলে কমেন্ট করতে পারো রিপ্লাই পাবে।
Writer = লেখক
Poet = কবি
Dramatist = নাট্যকার
Novelist = ঔপন্যাসিক
Scientist = বিজ্ঞানী
President = রাষ্ট্রপতি
Humanitarian = মানবিক