Tag Question কি?
Tag -অর্থ 'জুরে'দেওয়া, question অর্থ 'প্রশ্ন'। তাহলে Tag question অর্থ দাঁড়ায় প্রশ্ন জুড়ে দেওয়া । অথবা, কথোপকথনের সময় Sentence এর শেষে শ্রোতার স্বীকৃতি চেয়ে যে প্রশ্ন সংযোগ করা হয়, তাকে Tag question বলে।
যেমনঃ We play cricket, don't we?
Primary rules of Tag question (Tag question এর প্রাথমিক নিয়ম সমূহ।)
- মূল Sentence টির শেষে সাধারণত: Comma বসে।
যেমনঃ We play cricket, don't we?
- মূল Sentence টি অপরিবর্তিত থাকে।
যেমনঃ We play cricket, don't we?
- Tag Question এর subject সাধারণত মূল Sentence এর Pronoun হয়।
- Tag Question এর ক্ষেত্রে helping verb এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়।
am + not = aren’t
is + not = isn’t
are + not = aren’t
do + not = don’t
does + not = doesn’t
did + not = didn’t
was + not = wasn’t
were + not = weren’t
shall + not = shan’t
would + not = wouldn’t
should + not = shouldn’t
could + not = couldn’t
may + not = mayn’t
might + not = mightn’t
had + not = hadn’t
must + not = mustn’t
need + not = needn’t
ought + not = oughtn’t
Example: He must do this, mustn’t he?
- Helping Verb না থাকলে tense অনুযায়ী tag এর শুরুতে do, does, did ব্যবহার হয়।
He read a book, didn't he?
She cooks rice, doesn't she?
we want happiness, don't we?
- Helping Verb (যে কোন tense এ) থাকলে উক্ত helping verb গুলো Tag এর শুরুতে বসবে।
যেমনঃ He must do this, mustn’t he?
- মূল Sentence টি Affirmative হলে Tag Question টি Negative হবে।.
যেমনঃ Birds can play, can’t they?
- মূল Sentence Negative এ থাকলে Tag Question টি Affirmative হবে।
যেমনঃ Will not steal, will they?
- সকল প্রকার Tag-Question এর শেষে Note of interrogation (?) অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হবে।
- মানুষ বুঝালে He/She হবে এবং মানুষ না বুঝালে it হবে।
যেমনঃ
Kamal swims in the river, doesn’t he?
Mother takes care of us, doesn’t she?
To tell is very easy, isn’t it?
- ( is, was, has, does) এদের পর সবসময় she, he, it, হয়। কখনও They হবেনা।
যেমনঃ
The number of boys has done this, hasn't he?
One of my friends was absent, wasn't he?
- (are, were, have, do) এদের পর সবসময় they হয় কখনো he, she বা it হয়না ।
যেমনঃ
The poor lead a happy life, don't they?
- Main verb বা verb এর present from দিয়ে শুরু হলে সবসময় Will you হবে।
যেমনঃ
Go,will you?
Speak the truth always, will you?
Don't make a noise, will you?
- Let দিয়ে শুরু হলে সবসময় Will you হয়।
যেমনঃ
let me sleep, will you?
Let the boy be helped, will you?
- Let us/Let's থাকলে shall we হবে।
Let's go to picnic, shall we?
Let us attend the party, shall we?
- এইগুলো Subject হিসেবে বসলে সবসময় They হবে
( Every , Everybody, Some
body, Nobody, Everyone, Someone, None, Anyone, Anybody,
All )
Every student has a hobby, haven't they?
None is happy in the world, are they?
All must submit to desting, mustn't they?
- There দিয়ে শুরু হলে there ই হবে।
যেমনঃ
There lived a farmer, didn't there?
There comes a boy, doesn't there?
- এইগুলো সবই Negative word এইগুলো যদি Sentence এ থাকে Negative word ব্যবহার করতে হবেনা।
( hardly, bearly, searcely, rarely, seldom, few, no, none, nothing, nobody, not, never, little, neither, nor )
যেমনঃ
He tells no lie, does he?
The glass contains little water, does it?
He has made few mistakes, has he?
-END-
আচ্ছা, আপনারা যদি Rules গুলো বুঝে থাকেন। তাহলে এই দশটির প্রশ্নের উত্তর দেন কমেন্ট বক্স এ, দেখি কে কয়টা পারে।
Make tag questions of these statements.
- There was a traffic jam,........?
- She read a newspaper,..........?
- Mother cooks rice,..................?
- He tells no truth,......................?
- There are four people,..........?
- There lived a tiger,..................?
- Let's go to school, .................?
- Let me go,.......?
- Everyone is not bad,.........?
- Let us do something,.......?
মোটিভেশনাল স্ট্যাটাস বাংলা।
পড়াশোনায় মন বসানোর সহজ উপায় ।
কিভাবে ইংরেজী শিখবো।