নমস্কার / আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে How to become a Freelancer সিরিজের Part 2 যারা Part 1 পড়েন নাই, তারা দয়া করে Part1পড়ে আসুন,আজকে আমাদের টপিক হলো কাজ কোথায় করবো এবং কোন কাজগুলো করবো
👇
How to become a freelancer Part 1
How to become a freelancer Part 3
- প্রথমে জেনেনি কাজ কোথায় করবো............
এগুলো সব হলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আমরা ফেসবুকে যেমন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, ঠিক তেমন এইখানেও প্রতিনিয়ত জব পোস্ট করা হয়। তো আমরা কোন সাইটে কাজ করবো? আমরা কাজ করবো Fiverr এ, আমি Fiverr সাজেশন করিছি কারণ আমি মনে করি Beginner হিসেবে Fiverr আমাদের জন্য ভালো হবে এবং সেখানে কোনো চার্জ কাটা হয় না। মূলত Fiverr এ ফ্রিল্যান্সাররা জব পোস্ট করে থাকে এবং Fiverr এর ভাষায় বলা হয় তাদের Seller এবং যারা সার্ভিসটি ক্রয় করে মানে আপনার জব পোস্টে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা যারা কিনবে তাদের বলা হয় Buyer এবং জব পোস্ট যেটা করবেন সেটাকে বলা হয় Gig। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন রিপ্লে পেয়ে যাবেন। Fiverr এ কোন Gig পাবলিশ করবো মানে আমরা কি কাজ করবো তার লিস্ট এই Article এ পেয়ে যাবেন।
FAQ, কিছু প্রশ্নের উত্তরঃ
- ফ্রিল্যান্সিং শিখতে কি ইংরেজী জানা লাগে?
উঃ হ্যাঁ। কারণ Buyer রা যেহেতু বিদেশি তারা তো আমাদের ভাষা বুঝবে না সুতারাং মোটামোটি হলেও জানতে হবে মানে কাজ নেওয়া এবং কাজ জমা দেওয়া পযর্ন্ত তাদের সাথে ইংরেজীতে কথা বলতে হবে।
- ফ্রিল্যান্সিং কোর্স করতে কত টাকা খরচ হয়?
উঃ সেটা আপনার ওপর ডিপেন্ড করে, আপনার শিখার ধরণ কেমন সেটার ওপর নির্ভরশীল কত টাকা লাগবে তবে আমার সাজেশন হচ্ছে YouTube।
- নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি?
উঃ নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস বেশ কিছু আছে, যেমন: Fiverr, Guru, Upwork।
- ফ্রিল্যান্সিং সাইট গুলো কি কি?
উঃ ছবিতে দেওয়া আছে।
- ফ্রিল্যান্সিং কি মোবাইলে করা যায়?
উঃ করা যায় কিছু কিছু কিন্তু আমার সাজেশন হচ্ছে PC বা Laptop।