আজকে আমি আপনাদের সাথে 20টি মোটিভেশনাল উক্তি শেয়ার করবো। যেগুলো
আপনাকে মানসিক শান্তি সহ জীবনে চলার পথে অনেক সাহায্য
করবে
1) এমন ছোটো কাঁধ রাখো যাতে সবাই তোমার সাথে বসতে পারে আর এত বড়
মনের অধিকারী হও, যে তুমি উঠে দাঁড়ালে কেউ যেন বসে থাকতে না পারে।
2) মানুষের উপর আশা একটু কম রাখো, তোমার রাস্তা তুমি নিজেই তৈরি কর।
3) ইহকালে আসার সময় আমরা কিন্তু কিছু নিয়ে আসি নাই, ঠিক তেমনি
পরকালে যাওয়ার সময়ও কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না। এখন আমাদের
কাছে যা আছে তা হলো আমাদের পরিশ্রমের পাওয়া এবং সৃষ্টিকর্তার দেওয়া
উপহার। তাই কোনো কিছুর জন্য দুুুশ্চিন্তা করে কোন লাভ নাই, আমাদের কর্ম
করার অধিকার আছে, ফলের কোনো অধিকার নাই, সৃষ্টিকর্তা আমাদের ভালো
কর্মের ভালো ফল দিবে এবং খারাপ
র্কমের খারাপ ফল দিবে।
4) সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার হলো সময়। সময় কখনো নষ্ট করা
যাবে না, যদি তুমি সময় নষ্ট কর, সময় তোমেকে নষ্ট করে দিবে।
5) নিজের উপর বিশ্বাস রাখো , ধুনিয়ার মানুষ কি বললো তাতে কিছু যায় আসে না।
6) যত বাধা আসুক না কেন, অসফল হয়ে মরবো না।
7) সবার উপর বিশ্বাস করার কোনো প্রয়জন নেই, নিজের উপর আর সৃষ্টিকর্তার
উপর বিশ্বাস রাখো সফল একদিন তুমি ঠিকিই হবে।
8) একা চলতে শিখো, অনেক বেশি সুখে থাকবে।
9) এমন কোনো আশা রেখো না, যে মানুষ সর্বদা তোমার পাশে থাকবে। একটা
কথা ভুলে যেওনা খারপ সময় আপন মানুষদেরও পাশে পাওয়া যায়
না।
10) নিজেকে এমন ভাবে তৈরি কর, এটা যেন অনুভব করতে পারো তোমার
জন্য তুমিই যথেষ্ট তোমার সৃষ্টিকর্তাই তোমার জন্য যথেষ্ট।
11) নিজের সময়টাকে নিজের পিছনে ব্যয় কর, মনে রেখো সময় কিন্তু খুবই
গুরুত্বর্পূণ জিনিস। একবার চলে গেলে আর পিরে আসে না।
12) সময়ের সঠিক ব্যবহার না জানি তোমাকে কত কিছু দিবে আর সময়ের
অপব্যবহার না জানি তোমাকে কত কিছু থেকে বঞ্চিত করবে।
13) মূল্যবান সময়টাকে এমন কোনো মানুষের পিছনে ব্যয় কর না, পড়ে জাতে
আফছোস হয়।
14) একা চলতে পারাতা কোনো দুর্বরতা নয় এটা একটা যোগ্যতা, যে যোগ্যতার
অধিকারি সবাই হতে পারে না।
15) নিজের কাছে নিজে কখনো ছোট হয়ও না,আর মনে রেখ মানুষের প্রিয়জন
হওয়ার আসল রহস্য প্রয়জোন।শুনতে
অবাক রাখলেও এটাই বাস্তব।
সুন্দর করার জন্য, একা চলতে শিখো।
জীবনে সমস্যা থাকে, সমস্যা ছাড়া মানুষ হয় না, সমস্যা যেমন থাকে ঠিক
তেমনি সমাধানও থাকে, সমাধান বের না করে দুুুশ্চিন্তা করাটা বোকামি ছাড়া
আর কিছু নয়।
শক্তিশালী বানানোর জন্য এসেছে।
আশা করি এই Article এ কোনো না কোনো লাইন, অবশ্যই তোমার মন ছুঁয়ে গেছে। তোমার ফিলিংসটা কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ কত নাম্বার লাইনটা বেশি ভালো লেগেছে এটাও বইলো । Next article কোন Topic নিয়ে লিখবো কমেন্ট কর.....
More Read:
Beautiful Article, প্রত্যকটা লাইন অসাধারণ, তবে আমার ১৮ নাম্বারটা একটু বেশি ভালো লেগেছে ❤️
ReplyDeleteTake love
Delete